আজ ১৯শে রামাদান।😭
আমিরুল মোমেনীন,মাওলা এ কুল কায়নাত, শেরে খোদা মাওলা আলী ইবনে আবি তালিব (আঃ) কে ১৯ শে রামাদান, কুফার মাসজিদে ফজরের নামাজে সেজদারত অবস্হায় মুনাফেক আব্দুর রহমান ইবনে মুলজিম (লা বিষাক্ত তরবারি দিয়ে মওলার মাথা মোবারকে আঘাত করে আহত করে।😓💔
দুইদিন আহত,অসূস্হ থাকার পর ২১শে রমাদ্বান মাওলা আলী আল মুর্তাজা (আঃ) শাহাদাৎ বরণ করেন।😓😭💔
অবশেষ সময়ে মাওলার জবানে শুধু একটিই ধ্বনি উচ্চারিত হয়েছিল যে -
--"ফুস্তবে রাব্বিল কাবা" অর্থাৎ
কাবার রবের কসম আজ আমি কামিয়াব হয়ে গেলাম--।
-যার জন্ম পবিত্র কাবা ঘরে আর শাহাদাত মাসজিদে।
তাই আজকের এইদিন টাতে রইল শোকাহত স্মরণ ও গভীর শ্রদ্ধাঞ্জলি এবং সকলকে জানাই গভীর শোক ও সমবেদনা।💔😭
আল্লাহুম্মা লা'আন কাতালাতাল আমিরুল মুমিনীন আলী ইবনে আবি তালিব (আঃ)।
MAHMUD HELAL
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?