মৃত্যুর পর শরীরের যা ঘটে--
★ ৩ দিন পর - সব নখ খসে পড়ে,
★ ৪ দিন পর - চুল এবং পশম ঝরে পড়ে,
★ ৫ দিন পর - মগজ গলে পানি হয়ে যায়,
★ ৬ দিন পর - পেটের ভিতরের সব কিছু নাক,কান দিয়ে বেরিয়ে যায়,
★ ৬০ দিন পর হাড্ডি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না ।
তাহলে এতো লোভ, হিংসা,অহংকার কিসের জন্য..!!!
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।
সবাই বলেন আমিন
★★★ বুঝতে পারছি না যে, ইসলামী স্কলারদের বক্তব্য মাঝে মধ্যে এমন হয় কেমনে? আলেমদেরকে কি ইসলাম বিদ্বেষীরা জমগনের ঈমান হারানোর কাজে ব্যবহার করছে? আমরা কারো দ্বারা ব্যবহার হচ্ছি না তো?
*****************************
মুহতারম, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কুরআন সুন্নাহ পরিপন্থি কতিপয় বক্তব্য আমার ঈমানকে মারাত্বক আহত করেছে৷ যেমন মুহতারমের কতিপয় বক্তব্য সুত্রসহ সংশোধনের জন্য উল্লেখ করছিঃ-
# বিতের নামাজ নফল। না পড়লে কোন গুনাহ হবে না
নাউজুবিল্লাহ।
youtu.be/ItI1EE5-Gdg
# মায়ের বুকে যতদিন দুধ আছে বাচ্চা ততদিন দুধ খাবে। নাউজুবিল্লাহ
youtu.be/EfrHKeLOt5Y
# কুরবানী নফল কোটিপতি কুরবানী না করলেও গুনাহ হবে না নাউজুবিল্লাহ।
youtu.be/mW9tpos-4zE
# হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বিদআত করেছেন
নাউজুবিল্লাহ।
youtu.be/r-jQlz9Ga3w
# তারাবীতে কোরআন খতম করা বিদআত নাউজুবিল্লাহ, youtu.be/ev4CJ0lRVZ8
# গরিব মানুষ বড় মাছ কিনলে জাহান্নামি হবে।
নাউজুবিল্লাহ।
youtu.be/Tr2rbWjmimY
# কাবা শরীফ হিন্দুদের টাকায় নির্মিত।
নাউজুবিল্লাহ।
youtu.be/8kMAGNUqyEQ
# হানাফীদের মসজিদে ফজরের নামাজ ও আসরের নামাজ হবে না নাউজুবিল্লাহ।
youtu.be/jcO-YHeSt_M
এজন্য তার অন্ধ ভক্ত মুরিদরা আমাদের মসজিদে ফজর এবং আসরের নামাজ পড়তে আসে না।
# সুর দিয়ে ওয়াজ করা হারাম
youtu.be/MrrQE5lyWdk,
সে নিজেও এক সময় সুর দেওয়ার চেষ্টা করত কিন্তু তার কন্ঠ এতটাই বিশ্রী যে সুর দিলে প্রচন্ড বেমানান হয়।
# বাপের বাড়িতে মেয়ে তিন দিনের বেশি থাকলে
স্বামীকে খরচ দিতে হবে।
(youtu.be/kyLRKqmA7iM)
#২০ রাকাত তারাবি নাকি বিদআত,নাউজুবিল্লাহ অথচ তারাবির নামাজ ২০ রাকাত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম পড়েছেন সাহাবায়ে কেরাম ২০ রাকাত পড়েছেন এবং সাহাবায়ে কেরামের আমলে ২০ রাকাত জামাতের সাথে চূড়ান্তভাবে ইজমা প্রতিষ্ঠিত হয়েছে।
# কোমল পানীয় মদ (নাউজুবিল্লাহ)
কোন হালাল বস্তুকে মনগড়াভাবে হারাম করার সুযোগ নেই।(youtu.be/_ttL_zJ5--s)
# মাযহাব মানা হারাম ও শিরিক।
(youtu.be/rSuXYY8Vgas)
# কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও নামাজের সমস্যা হবে না কারন সে নিজেই কুরআন শরীফ পড়তে পারে না (youtu.be/hkoRWzMxhT8)
# চরম অহংকারী সে তার প্রতিপক্ষকে বলে তোমাকে আমি মানুষই মনে করি না, নাউজুবিল্লাহ।
# এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে নামাজ পড়া যাবে নাউজুবিল্লাহ
(youtu.be/NVtIJMvfIAI)
এমনি আরোও অনেক বক্তব্য আমার ঈমানকে মারাত্বক আহত করেছে ৷ যার নুন্যতম ঈমান আছে তিনি এটা বলতে বা করতে পারেন না ৷ এধরণের কুরআন সুন্নাহ পরিপন্থি বক্তব্য গুলি প্রত্যাহার করে, সংশোধন পূর্বক মুসলিম উম্মাহর ঈমান বৃদ্ধি পায়,এমন ভাষায় কথা বলার জন্য মুহতারমকে বিণয়ের সাথে আহবান জানাচ্ছি ৷
( হে আল্লাহ সকলকে সহীহ বুঝ দান করুন ৷) امين
1234 rofik
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Mahbub990
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?