বেকারত্ব একটি জাতীয় সমস্যা হয়ে দাড়িয়েছে
বাংলাদেশের জন্য,
বর্তমান অনেক শিক্ষার্থীরা মাস্টার গ্রাজুয়েট শেষ করে কোন চাকরি পাচ্ছে না। জীবনের প্রায় অর্ধেক বয়স শেষ, জীবন যুদ্ধে হেরে যায় হাজার হাজার তরুণ-তরুণী স্বপ্নকে নষ্ট হয়ে করে দেয়।
সকলের একটি মাইন্ডসেট চাকরি আমাকে করতেই হবে। উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায়। ছোট-বড় যেকোনো কর্মক্ষেত্র বেছে নিয়েছে তাদের প্রফেশন হিসেবে। দেশে একটি সমস্যা চাকরী করতেই হবে।।
এ সমস্যা টা যদি সমাধান করতে পারা যায়।
বর্তমান তরুণ যুবক যুবতীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়। তাহলে সমস্যা কি পাল্টে দেয়া সম্ভব। এবং অসংখ্য সকল মানুষের সংখ্যা দেখতে পাবো।
তাই বেকারত্ব সমস্যা সমাধানের জন্য। সকলকে একযোগে কাজ করতে হবে, উদ্যোক্তা হতে হবে। নতুন কিছু তৈরি সম্ভাবনা সৃষ্টি করতে হবে। বিশ্বের উন্নতশীল দেশ থেকে। আমাদের দেশ পিছিয়ে পড়া একটি মাত্র কারণ হলো বিষন্নতায় হীনমন্যতায় ভোগা, চাকরি ছাড়া কেমনে চলবো,,কেমনে পরিবারের হাল ধরব একটিমাত্র সমস্যা ধ্বংস করে দিচ্ছে হাজার-হাজার যুবকদের স্বপ্ন। তাই বলা হয় বেকারত্ব দূর করনের জন্য একটি মাত্র উপায় চাকরি প্রথা কে ভুলে যায় নিজেকে, নতুন কিছু তৈরি করার জন্য। উদ্যোক্তা হওয়ার জন্য কিছু করা। তাহলে আর বেকারত্ব সমস্যা থাকবে না।
তো এখন আসেন আমরা বেকারত্ব দূর করার জন্য কী করতে পারি?
আমরা সবাই কম বেশি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি।
আপনি স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য যেকোনো পেশার মানুষ ই হন না কেন। শুধুমাত্র অনলাইনে কিছু কৌশল কাজে লাগিয়ে অবসর টাইমে ঘরে বসে কাজ করে পেতে পারেন স্মার্ট ইনকাম। অবসর সময়ে অনলাইনে বিনোদনে না ঝুকে সেই সময়কে কাজে লাগিয়ে ইনকামের পাশাপাশি নিজেদের ক্যারিয়ার গড়ে তুলছে হাজারো ভাইবোন। তাই আসুন বেকারত্ব কে দূর করার জন্য চাকরির পিছনে না ছুটে নিজেই উদ্দোক্তা হই।। আরো বিস্তারিত জানতে ইনবক্স করুন।।
ধন্যবাদ।।।।
#happyfreelancing
#digitalmarketing