লাভেন স্বাস্থ্য পন্য
যদি শরীর স্বাস্থ্য ঠিক রাখতে চাই,
লাভেন এর এস্টেট বেভারেজ পণ্য খাই।
এস্টেট পণ্যে কোন কেমিক্যাল নাই,
জিএমপি সার্টিফিকেট আছে ভাই।
পন্য তালিকা দেখে নির্বাচন করি,
প্রথমে নিজের সুস্থ জীবন গড়ি।
সুস্থ হয়ে বন্ধুর সাথে শেয়ার করি,
উভয়ে মিলে টিম গঠনের পথ ধরি ।
করি বন্ধুগন ও জনগনে বিক্রির পরিকল্পনা,
হৃদয়ে আঁখি স্বাবলম্বী হওয়ার আলপনা ।
আমরা প্রত্যেকে সুস্থ জীবন চাই,
পাশাপাশি সবাই মিলে ব্যবসা করে যাই।
অবসেষে পেলাম দেশি উৎপাদিত ভালো পণ্য,
আসুন আমরা সবাই ব্যবহার করে হই ধন্য।
ধন্যবাদ।
ZM Mehdi Hassan
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟