একদিনে একজন মানুষের পক্ষে একাধিক রোযা রাখা সম্ভব না। কিন্তু একই দিনে একাধিক রোযার ফযীলত অর্জন করা সম্ভব।
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ
কোন একজন রোযাদারকে ইফতার করালে রোযাদার রোযা রেখে যে পরিমাণ সাওয়াব অর্জন করবে, ইফতার করানেওয়ালাকে তার সমপরিমাণ সাওয়াব দেয়া হবে।
-সুনানুত তিরমিযি
দশজন মানুষকে ইফতার করালে দশটা রোযা রাখার সাওয়াব পাওয়া যাবে। একশত মানুষকে ইফতার করালে একশত রোযা রাখার সাওয়াব পাওয়া যাবে।
আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক দান করুন।কপি পোস্ট
SadiaSadi
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?
Rajib708
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?