কবিতা Cover Image
কবিতা Profile Picture
106 Members

একগুচ্ছ বোধের প্রতিযোগিতা চলে
জ্ঞানশূন্য মেধাবিরা প্রতিযোগিতার আয়োজক;
হরহামেশাই চলে এসব - রাস্তার মোরে মোরে।
কাব্যিক ভাবনার অভাব টাকায় বিক্রি হয়,
বন্ধ করো এসব নষ্ট চেতনার প্রতিযোগিতা।
অসার জ্ঞানী বসে থাকে চেয়ারে;
বিচারকের আসনে।
মূর্খ শব্দগুলো বার বার প্রয়োগ হয়,বক্তার বয়ানে
দর্শক গ্ল্যালারিতে অসন্তোষ বসবাস!
তবু,শুনতে হয় অশ্রাব্য উপদেশ
কারন,ওরাই এখোন সমাজ দেবতা, সমাজপতি।
কিছু বললেন তো ধপাধপ ক্যালালি
তাইতো বসে আছে নিরব দর্শক - গ্ল্যারি।
এখোন, বন্ধ হোক এসব নোংরামি।
প্রশাসন যন্ত্র লোকালয় বিহনে।
গুটি কয়েক আমলা হয়ে যায় কামলা
মূর্খতা ইশারায়।
এখোন আর ;
বোধের ফেরি হয় না দেশে সাউন্ডবক্স মাউথে ;
সূর্য ব্যথা পায় কষ্ট সিথানে
তবুও,চলতে হয় সভ্যতার কাতারে।
বন্ধ হোক, এসব বোধের প্রতিযোগিতা।
লোক দেখানো চেতনা -নষ্ট মানবতা
সময়ের জানালায় বন্ধ হোক।
সময়ের শেকলে বন্ধি হোক একটা একটা
মূর্খশব্দ। মানবতার কারাগার থেকে বেরিয়ে
আসুক একটা একটা সুশৃঙ্খল চেতনা।
তাতে,মুক্তি পাবে মানবতা। বাঁচবে দেশ।
জন্ম নিবে উদারতা।

কিছু মানুষ একটা সময় পর প্রচন্ড শক্ত হয়ে যায়,
কিন্তু শক্ত হবার পেছনে কতোটা আঘাত তাকে সহ্য
করতে হয়, তার খবর কেউ রাখেনা😇