আবার দেখা হবে
কোন এক বসন্তে, গোধূলি সন্ধ্যায়
দেখা হবে আবার সেই চিরচেনা পথে
তুমি আসবে, কোপায় বেলী ফুল পরে
নীল শাড়ি গায়ে আর রেশমি চুরি পড়বে হাতে।।
দীর্ঘ সময়ের প্রতীক্ষার হবে ইতি
হবে মিলন মেলা
ভালবাসার সাত রং সে দিন
আকাশে করবে খেলা ।
আজ অনেক বাধা মোর প্রেম পথে
আমি পরাজিত সৈনিক
আসবো তোমার যোগ্য হয়ে
সম্পূর্ণ করে আমার সব দিক।।
পাড়ার যে ছেলেটা আমায় আজ
গরীব বলে করেছে অপমান
একদিন সেই ছেলেটাই দিবে
তোমার পাশে আমার যোগ্য সম্মান।।
কটা দিন না তোমায় ছেড়ে
অজানা শহরে দিলাম পারি
মনে রেখো, যেখানে থাকি, যেভাবে থাকি
আমি শুধু তোমারি ।।
ভেবোনা আবার দেখা হবে
একগুচ্ছ গোলাপ নিয়ে আসবো
নতুন করে আবার তুমার
প্রেমের স্রোতে ভাসবো ।।
তুমি আমার,
একান্তই আমার ব্যাক্তিগত
তোমাকে চাই, বার বার
বিধাতার কাছে আমার আর্জি যত।।
Asdfgh
Delete Comment
Are you sure that you want to delete this comment ?