পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে ২৪ ফেব্রুয়ারী কুলাউড়া ডাকবাংলোতে গানের উৎসব বন্ধ হোক।
শাবান মাস একটি মহিমান্বিত মাস। এ মাসের লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত একটি বিশেষ ইবাদতের দিন। সেই দিনেরই সন্ধিক্ষণে ধর্মপ্রাণ কুলাউড়ার মাঠিতে কুলাউড়া উদীচী সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বসন্ত উৎসবের নামে ২৪ ফেব্রুয়ারী, রাতভর ডাকবাংলো মাঠে জলের গানের শিল্পীদের এনে মঞ্চ মাতানোর আয়োজন।
মহিমান্বিত এই মাস ও শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এই গানের আয়োজন বন্ধের দাবী জানাই। শাবান মাসে যেখানে মুসলিম যুবকেরা মসজিদমুখী হয়, সেখানে গানের আয়োজনকে কেন্দ্র করে যুবকদের দ্বীন থেকে বিপদগামী করা হবে বলে আমরা মনে করি। ইতিমধ্যে কুলাউড়ার সর্বশ্রেণীর মানুষ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, জলের গান ব্যান্ডের অন্যতম শিল্পী রাহুল আনন্দ। কটারকোনা গ্রামের একটি হিন্দু পরিবার থেকে বেড়ে ওঠা রাহুলের জন্ম হবিগঞ্জের নানাবাড়িতে। নিম্নোক্ত ফটোতে দেখছেন মহানবী হজরত মুহাম্মাদ সা. এর ব্যঙ্গাত্মক চিত্র প্রদর্শন করা কথিত সেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমুনেয়াল ম্যাক্রো রাহুল আনন্দের বাসায়। বিশ্বনবীর দুষমন হিসেবে ফরাসি প্রেসিডেন্টের প্রতি ঘৃণা প্রদর্শন এটাও ঈমানের অংশ। তৎকালীন রাষ্ট্রীয় মেহমান ম্যাক্রোর সাথে রাহুল আনন্দের একান্ত এই সাক্ষাৎ সন্দেহ ও ক্ষোভের জন্ম দিয়েছে। রাহুল আনন্দ বিভিন্ন কার্যক্রমে আপাতমস্তক একজন ইসলাম বিদ্বেষী শাতেমে রাসুল।
২০০৮ সালে মান্দার নামক একটি ইসলাম বিদ্বেষী নাটক মঞ্চায়ন করা হয়। যার মূল চরিত্রের নাম দেয়া হয় রাসলূ খান৷ দেশব্যাপী এ নিয়ে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ হলে সরকার নাটকটি নিষিদ্ধ করে। সেই নাটকের নাট্যকার ছিলো ইসলাম বিদ্বেষী এই রাহুল আনন্দ।
ইসলাম বিদ্বেষী শাতেমে রাসুল রাহুল আনন্দকে এই সময়ে কুলাউড়ায় আসতে দেওয়া সমীচীন মনে করছিনা। গানের এই উৎসবটি বন্ধ করা না হলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশংকা করছি। আমরা জনপ্রশাসন এবং সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি বিবেচনাপূর্বক বন্ধ করার অনুরোধ করছি।
Md Sazid
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?
Md Abul Hasnat
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?