1 y - перевести

অবাধ্য কথকপণ অনেক হয়েছে,
ভাল্লাগে না আর এই অভিযোগ অভিমান!
ক্লান্ত বিকেল পেরিয়ে রাত হোক,
তার আকাশে সূর্য উঠুক,
আমার আকাশ নাহয় আঁধার কালই থাকুক।