2 años - Traducciones

নিরুপায় হয়তো আমি!
তার কারণ হয়তো জানি,
ইচ্ছাগুলো মেলছে ডানা-
অদৃশ্য হাত নেয় টানি।

নিরুপায় আজ হয়তো!
কালকের চেয়ে একটু বেশি,
কাল ছিল ভালো লাগা-
আজকে তোমায় ভালবাসি।

নিরুপায় হতেই হয়!
হয়তো আজ বড্ড বেশি,
সত্যি বলি কালকের থেকে-
আজকে বেশি ভালবাসি।