01715468327 condiviso a post  
2 anni

2 anni

চরিত্রের কতিপয় খারাপ দিক:
১) দ্রুত রাগ করা
২) অতিরিক্ত বকাঝকা করা ও দোষ ধরা।
৩) অহংকার করা।
৪) ব্যবহারে কঠোরতা ও রূঢ়তা প্রকাশ করা
৫) মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা।
৬) গীবত তথা কারো অসাক্ষাতে তার সমালোচনা করা
৭) মানুষের দোষ খুঁজে বেড়ানো বা কারো পেছনে লেগে থাকা
৮) গোপনীয়তা প্রকাশ করে দেয়া
৯) মানুষের হঠাৎ ঘটে যাওয়া ভুল ক্ষমা না করা
১০) হিংসা-বিদ্বেষ
১১) কৃপণতা
১২) স্ত্রীর সাথে অশালীন আচরণ করা
১৩) কাজের লোক বা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করা
১৪) প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা
১৫) যে উপকার করল তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা।
১৬) লজ্জাহীনতা
১৭) কুরুচিপূর্ণ ও নোংরা ভাষা ব্যবহার করা
১৮) উপকার করে খোটা দেয়া
১৯) নির্দোষ মানুষকে অপমান করা
২০) মানুষের ওজর গ্রহণ না করা
২১) অযথা ঝগড়া, চিৎকার ও চেঁচামেচি করা
২২) মানুষের সুন্দর নাম বাদ দিয়ে খারাপ নামে ডাকা
আল্লাহ তায়ালা যেনে আমাদেরকে এসকল চারিত্রিক খারাপ দিকগুলো থেকে নিজেদেরকে মুক্ত করার তাওফীক দান করেন। আমীন।