*****কবিতা *****
(একটু ভালবাসা)
তোমার রূপের সাগরেতে
গেলাম আমি ভেসে
ধন্য করো জীবন আমার
একটু ভালবেসে ।
বাঁচবো নাকো তুমি বিনে
তুমি আমার প্রাণ
তুমি আমার হৃদয় মাঝে
শত ফুলের ঘ্রান।
ভুল বুঝো না আমায় তুমি
দিও নাকো ফেলে
একটু খানি দাওগো সাড়া
হৃদয় কুসুম মেলে ।
রাজু আহাম্মেদ
কুষ্টিয়া।