তাইলে ডিয়ার তিনিঞ্চি সোনা, তুমি নিজেই প্রুষ হইতে পারো নাই। ঘরে স্ত্রী রাইখা অন্য মেয়েদের তিনিঞ্চির ছবি পাঠাইয়া মাচোম্যান হইতে গিয়া "আয়াম আ ডিস্কো ড্যান্সার বিড়ি খাইলে হয় ক্যান্সার" স্টাইলে উবে-ফাল দিয়া কাৎলা মাছ হইয়া শিং মাছ স্টাইলে তুমি যে নর্তনকুর্দন করো—তা তো তোমার নিজের পুত্রের কাছেই গ্রহণযোগ্য না।
উনি কি তোমার পরিচয় দেন কোথাও?
দেন না। উনি তোমার পরিচয় গোপন রাখেন।
হেহে।
এনিওয়ে। এ্যালা একটু সিরিয়াস আলাপ দেই।
আমারে কও, নারীদের ডেস্টিনি মা হওয়া কবে থিকা?
কোন্ মানুষের ডেস্টিনিই বা সন্তানের বাবা-মা হওয়া?
মানুষের ডেস্টিনি বাবা-মা হওয়া হইলে আল্লা কি নবী মুহম্মদের স্ত্রী আইশারেই সন্তান দিতেন না?
দুইন্যাতে অসংখ্য মানুষ সন্তান জন্মদানে অক্ষম। এবং এই অক্ষমতা কোনো ব্যর্থতা না। এই অক্ষমতা প্রকৃতির স্বাভাবিক নিয়ম। দুইন্যাতে অসংখ্য মানুষ জ্ঞানতঃ সন্তান জন্মদানে অনাগ্রহী। দুইন্যার অসংখ্য মানুষের সন্তান পেটে থাকতে বা পেটের বাইরে অসুখে যুদ্ধে পানিতে ডুইবা মারা যান। এইসব সন্তানহীন ব্যক্তিরা কেউ আনডেস্টিন্ড হইয়া দুইন্যাতে বেহুলা স্টাইলে গোল গোল হইয়া ঘুইরা বেড়ান না।
তাই পপুলিজম চোদাও, অসুবিধা নাই। কিন্তু তা চোদানোর আগে মাথায় রাখো তোমার নিজের সংজ্ঞাতেই তুমি একজন ব্যর্থ মানুষ। হেহে।
Md Asif
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
MD ridoy Ahmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?