Friends Goal Logo
    • Erweiterte Suche
  • Gast
    • Anmelden
    • Registrieren
    • Nacht-Modus
ananta Ray Cover Image
User Image
Ziehe das Cover mit der Maus um es neu zu Positionieren
ananta Ray Profile Picture
ananta Ray
  • Zeitleiste
  • Gruppen
  • Gefällt mir
  • Freunde
  • Fotos
  • Videos
ananta Ray profile picture
ananta Ray
1 y - übersetzen

ডা. তুমি পাগল হলে কীভাবে ?
পাগল: পাগল হইছি কি সাধে?
আমি এক বিধবা মহিলাকে বিয়ে করে ছিলাম!!!
তার এক যুবতী মেয়ে ছিল। তাকে বিয়ে করল আমার বাবা!!!
আমার মেয়ে হয়ে গেল আমার মা!!!
আমি হয়ে গেলাম আমার বাবার শশুর!!!
তার ঘরে হল একটা মেয়ে,সে হলো আমার বোন!!!
কিন্তু আমি তার নানীর জামাই!!!
সেদিক থেকে সে আমার নাতনীও!!!
এভাবে আমার একটা পোলা হল!!!
আমার পোলা হইল আমার বাপের শালা!!!
আর আমি আমার পোলার ভাগিনা!!!
ডা. চুপ কর ভাই,তুই আমারেও পাগল বানাইয়া ফেলবি!!!

ফেসবুক থেকে """সংগৃহীত"""

Gefällt mir
Kommentar
Teilen
avatar

Alamin Sheikh

1715013125
🥰🥰😀😀😀
· 0

Kommentar löschen

Diesen Kommentar wirklich löschen ?

ananta Ray profile picture
ananta Ray
1 y - übersetzen

শাশুড়ীর সাথে সম্পর্ক ভালো রাখতে হলে যা করতে হবে
১.বিয়ের পর পরই সংসারের গিন্নী হতে যাবেন না কারন এই সংসার টাকে তৈরি করেছে আপনার শাশুড়ি তাই তাকে নিজের আপন করে নেন তাহলে সবি আপনার।

২.রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞাসা করে রান্না করুন,প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন।

৩.অবসর সময়ে একা সময় না কাটিয়ে শাশুড়ির সাথে তার বিয়ের পরের কথাগুলো জানতে চান,এতে আপনার শাশুড়ি পুরোনো সব স্মৃতিতে ঘুরে আসতে পারবে আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে।

৪.ভালো শাশুড়িদের কিছু ভালো মানের ধর্মীয় বই শাশুড়িকে উপহার দেন তাহলে অনেকটা উপকার হতে পারে।

৫.নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্যও কিনে আনুন দেখবেন খুব খুশি হবে।

৬.শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন।

৭. শাশুড়ির চুলে তেল দিয়ে দেন,চুল আচড়িয়ে দেন।

৮. শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার মায়ের কাছে শাশুড়ির নামে ইনিয়ে বিনিয়ে প্রশংসা করুন দেখবেন মন গলে যাবে।

৯.শাশুড়ী রেগে বকা দিলে চুপ করে থাকুন,দেখবেন রাগ কমে গেলে নিজ থেকেই কথা বলবে।তর্কে জড়ালে ঝগড়া বাড়বে।

১০.শাশুড়ী অসুস্থ হলে সেবা করুন,বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন।বাসায় ফিরলে বাহির থেকে শাশুড়ির প্রিয় খাবার কিনে আনুন।

১১.আশেপাশের মানুষের কাছে শশুর বাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন, দেখবেন সবাই ভালোবাসবে।

১২. আর শাশুড়ী কখনো মা হয় না এসব ধারনা মুছে ফেলুন। সব মানুষ এক রকম না তাই মানিয়ে নিতে শিখুন। যদি ভালো লাগে
এটাই আমার পেজ ফলো করুন

ভালোবাসা দিয়েই...
ভালোবাসা অর্জন করা সম্ভব!❤️❤️❤️

Gefällt mir
Kommentar
Teilen
avatar

Md Hasnain

1714403356
Right
· 0

Kommentar löschen

Diesen Kommentar wirklich löschen ?

ananta Ray profile picture
ananta Ray
1 y - übersetzen

স্ত্রীকে ভালোবাসা সহজ নয়। উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন।

বিয়ের পর মোবাইলের ওয়ালপেপারে স্ত্রীর ছবি রেখেছিলাম। বন্ধুদের সাথে আড্ডায় এক বন্ধু সেটা দেখলো।
তারপর সে হাসতে হাসতে অন্য বন্ধুদের বললো,"রিফাতের মোবাইল দেখ। বউয়ের ছবি দিয়ে রেখেছে। ব্যাটা বউ পা'গ'ল।"
সঙ্গে সঙ্গে সবার মধ্যে হাসির ধুম পড়ে গেলো।

এমন বি'ব্র'ত হয়ে পড়লাম যে, বলার মতো নয়।
বি'ব্র'ত অবস্থা থেকে বাঁচার জন্য ওদের বললাম,"তোরা যা ভাবছিস তা না। আসলে অন্য একটা ছবি সিলেক্ট করতে গিয়ে ভু'লে এই ছবিটা পোস্ট হয়ে গেছে। আমি নিজেও খেয়াল করি নি। এই দেখ ছবিটা এখনই ডি'লি'ট করে দিচ্ছি।"

তারপর ওদের দেখিয়ে স্ত্রীর ছবিটা বদলে বন্ধুদের নিয়ে তোলা একটা ছবি মোবাইলের ওয়ালপেপারে দিলাম।

আরেকটা ঘটনা বলি।
স্ত্রীর পরি'শ্রম যেনো কম হয় এজন্য মাছ মুরগী কিনলে বাজার থেকে কু'টি'য়ে আনতাম। স্ত্রীকে রান্নায় সাহায্য করতাম। ছাদে শুকাতে দেয়া কাপড় নিয়ে আসতাম।

মা এসব দেখতেন। এবং মা'র চোখ দেখে বুঝতে পারতাম তিনি এসব পছন্দ করছেন না। তবে তিনি কিছু বলতেন না। কিন্তু যেদিন স্ত্রীর কাপড় ধুলাম সেদিন তিনি আর চু'প থাকতে পারলেন না।

কা'টা কা'টা উচ্চারণে বললেন,"বিয়ে করতে না করতেই বউ পা'গ'ল হয়ে গেছিস! বউয়ের ক'ষ্ট স'হ্য হচ্ছে না, তাই না? ঘরের এসব কাজ আমরা সারা জীবন করি নি?"

এমন নয় যে, আমি শুধু স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করি, মাকেও সাহায্য করি। কিন্তু স্ত্রীকে সাহায্য করাটা তিনি কেনো যেনো নিতে পারতেন না।

আমি 'বউ পা'গ'ল', মায়ের কাছ থেকে এই কথাটা গেলো খালাদের কাছে। আর খালাদের কাছ থেকে পুরো আত্মীয় মহলে র'টে গেলো।

তারপর থেকে আমার আড়ালে এবং সামনে, ঘরে কিংবা বাইরে, হয় রেগে নয়তো কটাক্ষ করে, আত্মীয়দের মধ্যে কেউ না কেউ বলতো,"রিফাত বউয়ের আঁচল ধরে ঘোরে। ও বউ পা'গ'ল হয়েছে। পুরুষ হতে পারে নি।"

যখন তারা এসব বলতো, তখন ল'জ্জা'য় অপ'মানে শে'ষ হয়ে যেতাম। এই ল'জ্জা এবং অপ'মান থেকে মু'ক্তি পাওয়ার জন্য এবং নিজেকে পুরুষ প্রমাণ করার জন্য স্ত্রীকে সাহায্য করা ব'ন্ধ করে দিলাম।

আরেকটা ঘটনা বলি।
বিয়ের শুরুর দিকে প্রতিদিন অফিসের লাঞ্চের সময় স্ত্রীকে ফোন করতাম। সে খেয়েছে কিনা জানতে চাইতাম। সেও আমাকে ফোন দিতো। ফোনের এই কথপোকথন কলিগদের এড়িয়ে করতাম। তবু কী করে যেনো এক কলিগ ব্যাপারটা বুঝতে পারলো। আর তারপরই পুরো অফিসে ছড়িয়ে পড়লো, রিফাত সাহেব বউ পা'গ'ল।

এরপর থেকে আমাকে দেখলে অফিসের সবাই ঠোঁট টি'পে হাসতো। কী যে জ্বা'লা'ময়ী সে হাসি! সেই হাসির য'ন্ত্র'ণা থেকে র'ক্ষা পাওয়ার জন্য অফিস থেকে স্ত্রীকে ফোন করা ব'ন্ধ করে দিলাম। আর সে ফোন করলে সবাইকে শুনিয়ে রূঢ় ভাষায় বলতাম,"প্রয়োজন ছাড়া ফোন দেবে না। অফিস কাজ করার জায়গা। ডেটিং করার জায়গা না।"

তাই বলছিলাম, স্ত্রীকে ভালোবাসা সহজ নয়। নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম, আমি পৃথিবীর সব কিছু ভালোবাসতে পারবো। মা, বাবা, ভাই, বোন, সন্তান, বন্ধু, আত্মীয়, পশু পাখি, এমন কি জড় পদার্থকেও। এবং এসবের জন্য কেউ আমাকে ব্য'ঙ্গ করবে না, আমার ওপর ক্ষি'প্ত'ও হবে না। কিন্তু স্ত্রীকে ভালোবাসতে গেলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে স'র্ব'না'শ! শা'স্তি হিসেবে জুটবে 'বউ পা'গ'ল' উপাধি। আর একজন পুরুষের জীবনে এই উপাধির চেয়ে ভ'য়া'ব'হ আর কিছু নেই।

যাই হোক, গল্পে ফিরে আসি।

এদিকে সবার কাছে নিজেকে পুরুষ প্রমাণ করতে গিয়ে স্ত্রীকে অ'ব'হে'লা করতে করতে ওর জীবনটাকে দু'র্বি'ষ'হ করে তুললাম। ওর জীবন থেকে হাসি হারিয়ে গেলো।

একদিন মাঝ রাতে ঘুম ভে'ঙে দেখলাম, স্ত্রী পাশ ফিরে শুয়ে ফুঁ'পিয়ে ফুঁ'পিয়ে কাঁ'দ'ছে।
জানতে চাইলাম,"কী হয়েছে?"
সে অদ্ভুত বি'ষ'ণ্ণ গলায় বললো,"আমার কী হয়েছে, আমি কেমন আছি, এসব কখনো জানতে চেয়ো না। মনে রেখো, দেয়ালেরও কান আছে। শে'ষে সবাই জেনে যাবে, তুমি বউ পাগল।"

ওর কথা শুনে এতো খা'রা'প লাগলো বলার মতো নয়। বু'ক চি'রে একটা গভীর দীর্ঘ'শ্বাস পড়লো। সেদিন রাতে আর ঘুম এলো না।

পরদিন ভোরে আমার নি'র্ঘুম স্ত্রী শোয়া থেকে উঠলে ওকে বললাম,"এতোকাল পুরুষ হতে গিয়ে আসলে কা'পুরুষের মতো আচরণ করেছি। এবার সত্যিকারের পুরুষ হবো। কারণ এবার পৃথিবীর সবচেয়ে ক'ঠি'ন কাজটা করবো।"
স্ত্রী বললো,"কী সেটা?"
ওর ম'লি'ন দু গালে আলতো হাত রেখে বললাম,"বউ পা'গ'ল হবো।"

"একজন যুবকের কথা"
#collected

Gefällt mir
Kommentar
Teilen
ananta Ray profile picture
ananta Ray
2 Jahre - übersetzen

সেই পৌরাণিক যুগের কাহিনী

চন্ড নামে এক ব্যাধ পশু শিকার করে জীবিকা নির্বাহ করতেন।একদিন সারাদিন পশু শিকার করতে না পেরে রাতের বেলা মনের দুঃখে বনের মধ্যে এক বেলগাছে উঠে বসেন।সে রাতটি ছিল শিবরাত্রির রাত।তিনি ওসবের খবর রাখতেন না।মনের দুঃখে বেল পাতা ছিড়ে ছিড়ে নীচে মাটিতে ফেলতে লাগলেন। নীচে ছিল একটি শিবলিঙ্গ(ভগবান শিবের প্রতীক)।বেলপাতা শিবলিঙ্গে পড়তে লাগলো।তারপর চন্ড হাতে লাগা ধুলোবালি তার কাছে থাকা জল দিয়ে ধুয়ে ফেলতে লাগলেন।শিবলিঙ্গের মাথায় জলও পড়ল।শিব এমন ভক্ত পেয়ে ভীষণ খুশী হয়ে তাকে অনেক আশীর্বাদ করলেন।
এইজন্যই তাঁর আরেক নাম আশুতোষ ,কারণ খুব অল্পতেই তিনি তুষ্ট।তিনি জানেন চন্ড নিজের অজান্তেই এই কাজ করছেন তারপরও সন্তুষ্ট ভক্তবৎসল ভগবান শিব।আর জেনেশুনে যারা ভগবানের কাছে প্রণত হন তাদের কথা তো বলাই বাহুল্য।

গীতায় তাইতো তিনি বলেছেন ,
"পত্রই পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি।
তদহং ভক্তুপহৃতমশ্নামি প্রযতাত্মনঃ।।"
অর্থাৎ ,যিনি আমাকে ভক্তি সহকারে পত্র ,পুষ্প,ফল,জল প্রদান করেন আমি তা গ্রহণ করি।

ভগবান শিব কিন্তু ভালবাসাতেও অনন্য। একেবারেই ভোলাভালা,শ্মশানচারী,বোহেমিয়ান চরিত্রের বাবা ভোলানাথ কিন্তু ভালবাসাতে নিখুঁত। মা সতীকে ভালবেসে বিয়ে করেছিলেন।সতী স্বামীকে খুব ভালবাসতেন,সুখী ছিলেন।কিন্তু সতীর পিতা দক্ষরাজ এমন বাউন্ডুলে জামাইকে মেনে নিতে পারেন নি।এজন্য তার ঘরে শিবের প্রবেশাধিকার ছিল না।একবার দক্ষরাজ বাড়িতে এক যজ্ঞের আয়োজন করলেন,সবাইকে নিমন্ত্রণ করলেন কিন্তু শিবকে নিমন্ত্রণ করলেন না।সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহ ত্যাগ করলেন।শিব যত ভোলাভালাই হোক না,সতীর এই মৃত্যু মেনে নিতে পারলেন না। তিনি সতীর মৃতদেহ ঘাড়ে তুলে নিয়ে তান্ডব নৃত্য শুরু করলেন।পৃথিবী ধ্বংসের দাড়প্রান্তে পৌঁছে গেল।এরপর ভগবান বিষ্ণুর অনুরোধে তিনি তান্ডব বন্ধ করলেন।ভালবাসার প্রতি এত ডেডিকেশন বা কমিটমেন্ট সত্যিই খুব বিরল।তাই স্বামী হিসাবে তিনি অসাধারণ।তাইতো হিন্দু মেয়েরা তাঁর কাছে তাঁরমত স্বামী চেয়ে ব্রত পালন করে থাকেন।

হিন্দু ছেলেরা শিবের কাছ থেকে শিখুক কিভাবে ভালবাসতে হয়,কিভাবে ভালবাসার মানুষের কাছে আশ্রয় হয়ে,ছায়া হয়ে,বটবৃক্ষ হয়ে কমিটেড থাকতে হয়।যাতে মেয়েরা নির্ভয়ে ভালবাসার মানুষটির হাতে হাত রাখতে পারে।

আর মেয়েরা শিখুক কিভাবে স্বামীকে ভালবাসতে হয়,সন্মান করতে হয়,স্বামীর সন্মানের জন্য আত্মত্যাগ করতে হয়।তবে আমি আত্মহত্যা করতে বলছি না,তবে দৃঢ়তার সাথে প্রতিবাদ করতে হবে।

তবেই তৈরী হবে সুখী সংসার ,সুখী দাম্পত্য।

শিবচতুর্দশীতে ভগবান শিবের কাছে সবার মঙ্গলের জন্য প্রার্থনা রইল।

ওঁ নমোঃ শিবায়। 🙏🙏

Gefällt mir
Kommentar
Teilen
avatar

Mdkausar5566

1710350088
Haggahsg
· 0

Kommentar löschen

Diesen Kommentar wirklich löschen ?

avatar

Shahidul Islam

1710350360
আহ
· 0

Kommentar löschen

Diesen Kommentar wirklich löschen ?

ananta Ray profile picture
ananta Ray
2 Jahre - übersetzen

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।

--____________________

Gefällt mir
Kommentar
Teilen
avatar

Rahena Nipa

1710243749
Amin
· 0

Kommentar löschen

Diesen Kommentar wirklich löschen ?

 Mehr Beiträge laden
    Info
  • 20 Beiträge

  • Männlich
  • 04/20/98
  • Arbeitet bei Best care Diagnostic & Hospi
  • Studierte an Nahida Prince Medical Institute

  • Lebt in Bangladesch
    Alben 
    (0)
    Freunde 
    (208)
  • Md Jewel
    Priti Shuv
    Ramon Mond
    MD Rayhan
    Md akib Ho
    Md Forhad
    Shahariar
    Kalandra R
    Md Tarikul
    Gefällt mir 
    (13)
  • Md Aminur
    Raju Ahmed
    GlobalNews
    সর্বাধুনিক
    Rangpur bd
    Sexual nig
    Mindchain
    Newsbreak
    History of
    Gruppen 
    (24)
  • Buy Sell O
    jifu trave
    Promote Pa
    আল-কুরআনের
    সংগীত ও চল
    মানব কুলে
    আমাদের বাং
    খেলাধুলা খ
    FLMBD
    Produkte zum Verkauf.

© 2025 Friends Goal

Sprache
  • English
  • Arabic
  • Dutch
  • French
  • German
  • Italian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Turkish

  • Über Uns
  • Blog
  • Kontaktiere uns
  • Entwickler
  • mehr
    • Datenschutz
    • Nutzungsbedingungen
    • Eine Rückerstattung anfordern

Unfreund

Bist du sicher, dass du dich unfreundst?

Diesen Nutzer melden

Wichtig!

Sind Sie sicher, dass Sie dieses Mitglied aus Ihrer Familie entfernen möchten?

Du hast Poked ANANTA12345

Neues Mitglied wurde erfolgreich zu Ihrer Familienliste hinzugefügt!

Beschneide deinen Avatar

avatar

© 2025 Friends Goal

  • Start
  • Über Uns
  • Kontaktiere uns
  • Datenschutz
  • Nutzungsbedingungen
  • Eine Rückerstattung anfordern
  • Blog
  • Entwickler
Sprache
  • English
  • Arabic
  • Dutch
  • French
  • German
  • Italian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Turkish

© 2025 Friends Goal

  • Start
  • Über Uns
  • Kontaktiere uns
  • Datenschutz
  • Nutzungsbedingungen
  • Eine Rückerstattung anfordern
  • Blog
  • Entwickler
Sprache
  • English
  • Arabic
  • Dutch
  • French
  • German
  • Italian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Turkish

Kommentar erfolgreich gemeldet

Post wurde erfolgreich zu deinem Zeitplan hinzugefügt!

Du hast dein Limit von 5000 Freunden erreicht!

Dateigrößenfehler: Die Datei überschreitet die Begrenzung (488 MB) und kann nicht hochgeladen werden.

Ihr Video wird verarbeitet, wir informieren Sie, wann es zum Anzeigen bereit ist.

Kann eine Datei nicht hochladen: Dieser Dateityp wird nicht unterstützt.

Wir haben in dem von Ihnen hochgeladenen Bild einige Inhalte für Erwachsene gefunden. Daher haben wir Ihren Upload-Vorgang abgelehnt.

Post in einer Gruppe teilen

Teilen Sie auf einer Seite

Für den Benutzer freigeben

Ihr Beitrag wurde übermittelt. Wir werden Ihren Inhalt in Kürze überprüfen.

Um Bilder, Videos und Audiodateien hochzuladen, müssen Sie ein Upgrade auf Pro Member durchführen. Upgrade auf Pro

Angebot bearbeiten

0%

Tier hinzufügen








Wählen Sie ein Bild aus
Löschen Sie Ihren Tier
Bist du sicher, dass du diesen Tier löschen willst?

Bewertungen

Bezahlen von Brieftasche

Neue Adresse hinzufügen

Löschen Sie Ihre Adresse

Möchten Sie diese Adresse sicher, dass Sie diese Adresse löschen möchten?

Zahlungsalarm

Sie können die Artikel kaufen, möchten Sie fortfahren?
Eine Rückerstattung anfordern