আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং শত্রুতাও করেননি। আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়। আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন। তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি? এরপর তিনি অশ্রয় দিয়েছেন; আর তিনি আপনাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, এরপর তিনি পথের নির্দেশ দিলেন।
-(সূরা আদ-দুহা, আয়াত : ৩-৭)
হাকিম ইবনে হিযাম রা: বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! সদ্ব্যবহার পেতে কে অগ্রগণ্য? তিনি বলেন, ‘তোমার মা’। আমি বললাম, তারপর কে? তিনি বলেন, ‘তোমার মা’। আমি বললাম, তারপর কে? তিনি বলেন, ‘তোমার মা’। আমি বললাম, তারপর কে? তিনি বলেন, ‘তোমার বাবা’, তারপর ক্রমান্বয়ে আত্মীয়ের সম্পর্কের নৈকট্যের ভিত্তিতে।
-(দারিমি, তিরমিজি, হাকিম)
হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: ইরশাদ করেছেন, ‘ইসলামের মৌলিক ভিত্তি পাঁচটি জিনিসের উপর- ১. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ সা: আল্লাহর বান্দা ও রাসূল- এই সাক্ষ্য দেয়া; ২. নামাজ কায়েম করা; ৩. জাকাত প্রদান করা; ৪. হজ করা ও ৫. রমজানের রোজা রাখা।’ (বুখারি-৮, মুসলিম-১৬)
Md Rubel Kans
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?