আমরা গভীর শোকাহত
ইন্না-লিল্লাহ ওয়ান্নাহ এলাহি রাজিউন।
জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরন করবে আপনাকে সহ পুরো শিক্ষক সমাজকে।
মাইলস্টোনের প্রিয় শিক্ষক মেহরিন ম্যাডাম,তিনি
নিজের জীবন বাজি রেখে ২০জনের
উপরে ছাত্র -ছাত্রীদের জীবন বাচাঁলেন।
সর্বশেষ নিজেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে।
হে মহান শিক্ষক আপনার প্রতি গভীর শ্রদ্ধা।
আমরা শিক্ষক সমাজ গর্বিত আপনার জন্য,
আপনি প্রমান করে গেলেন শিক্ষক শুধু পাঠদানই করেন না,শিক্ষক প্রত্যেকটা ছাত্র-ছাত্রীর অভিভাবক ও দ্বিতীয় জন্মদাতা।
চোখের জ্বল ধরে রাখতে পারি নি।
দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করুন আমিন।
#fg
